My Readers

Monday, October 8, 2012

বাংলার মুসলিম সমাজের বিচ্ছেদী গান

আমাদের লোকসঙ্গীতে বিচ্ছেদী গানে মুলতঃ রাধাকৃষ্ণের প্রভাবই বেশি। কিন্তু তা বলে বাংলার মুসলমান সমাজের প্রচলিত বিচ্ছেদী গান নেই, এইটে মনে করা ভুল। চিত্তরঞ্জন দেবের সংগ্রহে এই  বিচ্ছেদী গানটি পেয়েছি:



সুখ বসন্ত আইসে যায়
কুকিল গাছে ডাকে হায়,
খসম হামার গ্যালারে বিদ্যাশ
ফির‍্যাত আর আইল না।
বাঘ ভাল্লুকের দ্যাশে রে
খসম হারিয়া কি তায় গ্যালারে,
আমার হাতে রান্ধা ছালুন চাইখ্যা গ্যালা না,
খসম তুমি তো আমার ফির‍্যা আইলা না।

খসম আইলে বসতে দিমু
কাঁঠাল কাঠের পিঁড়া (রে)
কাইট্যা আনুম মানের পতি,
তাতে দিমু খাইতে ভাত,
মানের গোড়ায় ছাই দিয়া
দিমু মাথার কিড়া (রে)।
ঝড় বাদলের শীতেরে,
খসম তোষক নাহি পাও,
হামার শাড়ির আঁচল দিয়ো
ঢাইকো তোমার গাও।
পুঁথির মালা কিনতে গ্যালা,
হাট হইতে আর ফিরলা না—
খসম তুমি আমার গরে আইলা না।



No comments: